শিরোনাম

সাংবাদিক নির্যাতন মামলায় কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

 

চ্যানেল টেন অনলাইনঃ
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের একাধিক অনিয়ম এবং একটি সরকারি পুকুরের নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। এর জেরে গভীর রাতে তার বাসায় অভিযান চালানো হয়।

তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে, যেখানে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন তৎকালীন সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

নির্যাতনের পর সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ আনা হয় এবং রাতারাতি এক বছরের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অথচ ভুক্তভোগী সাংবাদিক ছিলেন অধূমপায়ী ও স্বচ্ছ জীবনযাপনের পরিচিত মুখ।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রায় পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে।

সম্প্রতি মামলার অন্যতম আসামি ও তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। কিন্তু মঙ্গলবার তিনি স্থায়ী জামিন চেয়ে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় সাংবাদিক সমাজে স্বস্তি প্রকাশ করা হলেও, একইসাথে তারা দাবি করেছেন—এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তাদেরও আইনের আওতায় আনতে হবে।

জাতীয় মানবাধিকার কমিশন এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনও দীর্ঘদিন ধরে এ ঘটনার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিল।

No comments