শিরোনাম

নতুন সাজে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি, এনসিএল টি-২০ ঘিরে চলছে ব্যাপক সংস্কার

 

বগুড়া প্রতিনিধি

উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যু বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম আবারও ফিরছে নতুন রূপে। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্ট সামনে রেখে ঐতিহাসিক এই মাঠে চলছে ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের কাজ।

দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা স্টেডিয়ামটি নতুন জীবন পাচ্ছে মাঠের পিচ ও আউটফিল্ড উন্নয়ন, আধুনিক কভার স্থাপন এবং খেলোয়াড়দের জন্য আধুনিক ড্রেসিং রুম, জিমনেসিয়াম ও বিশ্রামাগার তৈরির মধ্য দিয়ে।

পাশাপাশি, গ্যালারির সিট সংস্কার, ভিআইপি গ্যালারির উন্নয়ন, আলোকসজ্জা বৃদ্ধি এবং দর্শক ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে প্রেস বক্স ও মিডিয়া সেন্টারে আনা হচ্ছে আধুনিক পরিবর্তন।

২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিতি পায় শহীদ চাঁন্দু স্টেডিয়াম। ২০০৬ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের কয়েকটি ম্যাচও অনুষ্ঠিত হয় এখানে। তবে এরপর দীর্ঘ সময় আন্তর্জাতিক খেলা না হওয়ায় মাঠটির গুরুত্ব কমে যায়।

এবার নতুন করে সংস্কার হওয়ায়, স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা আশাবাদী—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে ভবিষ্যতে এখানে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব হবে। এতে উত্তরাঞ্চলের ক্রিকেট চর্চা নতুন মাত্রা পাবে।


বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ  বলেন,

দীর্ঘদিন অবহেলিত থাকার পর অবশেষে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বিসিবির টুর্নামেন্ট আয়োজন শুরু হয়েছে। ২০০৬ সালে এই মাঠেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আশা করছি, এবার সেটি ফিরবে।

ক্রিকেটপ্রেমীরা বলছেন, এমন উদ্যোগ নিয়মিত হলে দেশের অন্যান্য অঞ্চল থেকেও নতুন প্রতিভা উঠে আসবে, এবং জাতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ আরও প্রসারিত হবে।।

No comments