বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার
জাহিদ হাসান বগুড়াঃ
বগুড়ার কাহালুতে র্যাব-১২ এর অভিযানে ২৮৫ গ্রাম গাঁজা ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কাহালুর মালঞ্চা ইউনিয়নের অঘোর গ্রামে রানীরহাট-দূর্গাপুর রাস্তায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ আজিজুল হক সরকার (৩৫)। তিনি অঘোর গ্রামের বাসিন্দা।
অভিযানে তার কাছ থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল, একটি সিমকার্ড এবং ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
পরে তাকে কাহালু থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

No comments