ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ২৫, হাসপাতালে ৬ জন
চ্যানেল টেন অনলাইনঃ
বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন ছাত্রশিবিরের এবং ৫ জন ছাত্রদলের কর্মী।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ছাত্রশিবিরের ছয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিবির নেতাকর্মীরা জানান, কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় হঠাৎ উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী সেখানে হামলা চালায়। তারা “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়” স্লোগান দিতে দিতে শিবির কর্মীদের উপর চড়াও হয়।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা জানান, কলেজ ক্যাম্পাসে তাদের শান্তিপূর্ণভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি। শিবির নেতাকর্মীরা বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় পাঁচজন নেতাকর্মীকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ জানাতেই উত্তেজনা সৃষ্টি হয়।
সংঘর্ষে দুই পক্ষই লাঠিসোঁটা ও ইট-পাটকেল ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে মুলাদী থানা পুলিশ। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে ক্যাম্পাস ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments