বগুড়ার নামে ভুয়া ভিডিও ছড়ানো, যুবদলের ক্ষোভ
বগুড়া প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইজিবাইক ভাঙচুরের ভিডিওকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বগুড়া জেলা শাখা। তাদের দাবি, ভিডিওটি বগুড়ার নয়; উদ্দেশ্যমূলকভাবে সদর উপজেলা যুবদলের নাম ব্যবহার করে এটি ছড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, “সদর উপজেলা যুবদলের নাম ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে বগুড়া সদর বা জেলার কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি।”
তারা আরও অভিযোগ করেন, আওয়ামী ঘাপটি মেরে থাকা দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। অপপ্রচার চালিয়ে তারা যুবদলের ভাবমূর্তি নষ্ট ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
বিবৃতিতে জেলা যুবদল অবিলম্বে অপপ্রচারকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সেইসঙ্গে গণতন্ত্র, সুশাসন ও জননিরাপত্তা রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

No comments