শিরোনাম

নিহত অটোচালক শাকিলের পরিবারের পাশে পুলিশ সুপার জেদান আল মুসা

আব্দুল মোমিন বগুড়াঃ

বগুড়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার অটোচালক শাকিলের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বগুড়া জেলা পুলিশ। মানবিক সহানুভূতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নিহত শাকিলের পরিবারের পুনরুদ্ধারের লক্ষ্যে তিনটি ব্যাটারি ও একটি চার্জার প্রদান করা হয়েছে, যা দিয়ে মৃত শাকিলের ব্যবহৃত ব্যাটারি চালিত অটো রিকশাটি আবার সচল করা যাবে।


বগুড়া সদর থানার আলোচিত হত্যা মামলা নং ২৮(৬)২০২৫-এর ভিকটিম শাকিল ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চলতি বছরের ১৪ জুন দুপুর ২টার দিকে বাড়ি থেকে অপহৃত হয়ে করতোয়া নদীর পাড়ে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে। অভিযোগে জানা যায়, মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা শাকিলকে অপহরণ করে লাঠি, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকিলের মৃত্যুর পর তাঁর পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। দীর্ঘদিন ধরে তাঁর একমাত্র জীবিকার মাধ্যম অটো রিকশাটি অকেজো অবস্থায় পড়ে ছিল। বিষয়টি পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম এর দৃষ্টিগোচর হলে, তিনি মানবিক বিবেচনায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

পুলিশ সুপারের পক্ষে আজ ৪ সেপ্টেম্বর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান বাসির নিজ কার্যালয়ে নিহত শাকিলের স্ত্রী মোছাঃ মালেকা খাতুন, তাঁর মা ও বোনের হাতে তিনটি ব্যাটারি ও একটি চার্জার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় ওসি হাসান বাসির বলেন, “একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ার পর তাদের জীবন যেন থেমে না যায়, সেটি নিশ্চিত করতে পুলিশ সবসময় মানবিক ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে পরিবারটি আবার আত্মনির্ভরশীল হয়ে ঘুরে দাঁড়াতে পারবে বলে আমরা আশাবাদী।”


এ ধরনের মানবিক উদ্যোগের জন্য বগুড়ার পুলিশ সুপার ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহত শাকিলের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, শুধু অপরাধ দমন নয়, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পুলিশের এমন পাশে দাঁড়ানো আমাদের আশার আলো দেখায়।


ধরনের মানবিক উদ্যোগের জন্য বগুড়ার পুলিশ সুপার ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহত শাকিলের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, শুধু অপরাধ দমন নয়, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পুলিশের এমন পাশে দাঁড়ানো আমাদের আশার আলো দেখায়।



No comments