শিরোনাম

বিয়ের ফাঁদে আটকে ধর্ষণ : বগুড়ায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

 


গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ায় অষ্টম শ্রেণির এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আল-ওহি ন্যাশনাল মাদ্রাসার পরিচালক জহুরুল ইসলামের (৪১) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ওই ছাত্রী'র মা বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ আগস্ট বিকেলে গাবতলী উপজেলার সুখানপুকুর ভাঙ্গিরপাড়া থেকে বাড়ি ফেরার পথে কিশোরীটি নিখোঁজ হয়। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে ৩১ আগস্ট পুলিশ সদর উপজেলার সাবগ্রাম এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে মেয়েটি জানায়, মাদ্রাসার পরিচালক জহুরুল ইসলাম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে অপহরণ করে অজ্ঞাত বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। 

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতার করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

No comments