শিরোনাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্প: প্রশিক্ষণে থাকবেন প্রায় ২০ হাজার শিক্ষক-কর্মকর্তা

 

চ্যানেল টেন অনলাইনঃ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করতে দ্রুত এগিয়ে চলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন একটি বিশেষ প্রকল্প। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রকল্প। প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৬২ জেলার ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এর আওতায় আসবেন।

প্রকল্প বাস্তবায়নে গঠিত হয়েছে একটি সমন্বিত কমিটি। এতে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমে।

জেলা ও উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৯২টি ব্যাচে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে। এতে অংশ নেবেন প্রায় ১৯ হাজার ৭১৯ জন শিক্ষক ও কর্মকর্তা।

প্রকল্পটির পরিচালক (পিডি) ও যুগ্ম সচিব হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, প্রকল্পটির অনেক কাজ বাকি ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর কয়েক মাসের মধ্যেই অনেক কাজ এগিয়ে নিতে পেরেছি। আশা করছি, খুব শিগগিরই মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হবে।”

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

No comments