শিরোনাম

এক প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা, পরিবারের সবাইকে খাইয়েছিলেন ঘুমের ওষুধ

 

চ্যানেল টেন ডেস্ক
 অনলাইন সংস্করণ

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। একই পরিবারের দুই গৃহবধূ—নাজমা বেগম ও কুলচান বেগম—শ্বশুরবাড়ির সবাইকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পালিয়ে যান একই পরকীয়া প্রেমিকের সঙ্গে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিখোঁজ হন ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী, অর্থাৎ ওই দুই জা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন। তাঁরা জানান, তাঁদের স্ত্রীরা স্বেচ্ছায় যাননি; প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাঁদের ফুঁসলিয়ে নিয়ে গেছে।

আরিফের স্ত্রীও পুলিশের কাছে একই অভিযোগ করেন। ফলে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই নারীকে উদ্ধার করা সম্ভব হলেও, মূল অভিযুক্ত আরিফ পালিয়ে যায়।

পুলিশ মঙ্গলবার রাতে দুই গৃহবধূকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, পরিকল্পিতভাবে ঘরে সবাইকে ঘুম পাড়িয়ে তাঁরা পালিয়েছিলেন এবং তাঁদের গন্তব্য ছিল একই প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করা।

নাজমা বেগম জানান, তাঁরা বিষ নয়, ঘুমের ওষুধ দিয়েছিলেন। কুলচান বলেন, "জানতাম বাড়ির লোক বাধা দেবে, তাই আগেই ব্যবস্থা করেছিলাম।"

পুলিশ এবং স্থানীয়রা এই ঘটনায় বিস্মিত। সাধারণত এমন ঘটনায় একাধিক পুরুষের নাম আসে, কিন্তু এখানে দুই নারীর গন্তব্য ছিল একই পুরুষ। এতে তদন্তে নতুন মোড় এসেছে এবং সামাজিক অস্থিরতাও তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই নারীকে আদালতে তোলা হবে এবং আরিফকে ধরতে অভিযান চলছে।



No comments