ক্রিকেটার মুশফিকের ভাতিজা সাগরে নিখোঁজ – ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধিঃ
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক আহনাফের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে কক্সবাজার সৈকতের সমিতিপাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান।
খবর পেয়ে সি-সেইফ লাইফগার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের পুত্র এবং জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের সম্পর্কীয় ভাতিজা।
লাইফগার্ড সুপারভাইজার ওসমান গণি জানান, তীরে ভাসতে থাকা মরদেহ স্থানীয় এক পোনা শিকারি প্রথম দেখতে পান এবং কূলে আনেন। পরে লাইফগার্ড ও বিচ কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যান।
এর আগে, রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এ সময় হঠাৎ প্রবল স্রোতে তারা ভেসে যায়। তবে সি-সেইফ লাইফগার্ড কর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ নিখোঁজ হন।
সি-সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, “গোসলের সময় তিনজন ভেসে যায়। আমরা দ্রুত অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করতে পারলেও আহনাফকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।”
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. আজিম খান জানান, “বগুড়া থেকে সপরিবারে তারা বেড়াতে এসেছিল। ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয় এবং আজ সকালে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, “মরদেহ মর্গে রাখা হয়েছে এবং স্বজনরা সেখানে উপস্থিত আছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।”

No comments