মিডিয়ার আড়ালে অনৈতিক সিন্ডিকেট: বগুড়ায় ডিজে পার্টির ফাঁদে সংস্কৃতি কলঙ্কিত”
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় বিনোদনের আড়ালে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। “মিডিয়া গ্রুপ” ও “ডিজে প্রোগ্রাম” এর নামে এ চক্র আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও অন্ধকার কক্ষে আয়োজন করছে অসামাজিক কার্যক্রম। এতে যেমন প্রকৃত শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অপমানিত হচ্ছেন, তেমনি নতুন প্রজন্মের চোখে মিডিয়ার প্রতি ভরসাও ভেঙে পড়ছে।
অনুসন্ধানে জানা যায়, এ চক্র প্রথমে নিজেদের ‘মিডিয়া কর্মী’ পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে। এরপর অভিনয় বা মডেলিংয়ের লোভ দেখিয়ে তরুণীদের যুক্ত করে নেয়। পরে “মিটিং”, “মিটআপ”, “ড্রিম নাইট” কিংবা “ডিজে প্রোগ্রাম” নামে গোপন আসরের আয়োজন করা হয়। মূলত এসব আয়োজনেই চলে মাদক, অনৈতিক সম্পর্ক ও কখনো কখনো যৌন নিপীড়নের মতো ভয়ঙ্কর ঘটনা।
কিছুদিন আগেই বগুড়া শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ একাধিক তরুণীকে উদ্ধার করেছিল। এদের অনেকে নিজেরা জানায়, ‘ডিজে পার্টি’তে কাজের কথা বলে নিয়ে গিয়ে জোর করে আটকে রাখা হয়। তবে আশ্চর্যের বিষয়, এ ধরনের কয়েক দফা অভিযানের পরও সিন্ডিকেটটি আবারও সক্রিয় হয়ে ওঠে।
এ চক্রে একাধিক তরুণী শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অন্তত কয়েকজন ধর্ষণের শিকার হয়েছেন। যদিও অনেকে সামাজিক লজ্জার কারণে মুখ খুলতে চান না। কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, চক্রটির পেছনে বগুড়ার নামকরা কয়েকজন মিডিয়া ব্যক্তির ছত্রছায়া রয়েছে। তাদের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ বারবার ভেস্তে যাচ্ছে।
নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চায় জড়িত প্রকৃত শিল্পীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে মানুষকে সুস্থ বিনোদন দিতে চাই। অথচ কিছু অসাধু ছেলে-মেয়ে মিডিয়ার নাম ব্যবহার করে বগুড়ার সংস্কৃতিকে কলঙ্কিত করছে। এর ফলে সাধারণ মানুষ মনে করে পুরো মিডিয়াই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা আমাদের জন্য অপমানজনক।”
সংস্কৃতিজ্ঞানসম্পন্ন স্থানীয়দের মতে, এভাবে চলতে থাকলে বগুড়ার বিনোদন অঙ্গনের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে। পাশাপাশি তরুণ প্রজন্ম বিভ্রান্ত হবে এবং অপরাধচক্র আরও শক্তিশালী হয়ে উঠবে।
প্রকৃত মিডিয়া কর্মীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোর পদক্ষেপ নেয় এবং এ ধরনের গ্রুপ চিহ্নিত করে দমন করে, তাহলে বগুড়ার মিডিয়া আবারও ইতিবাচক ধারায় ফিরতে পারবে।”

No comments