শিরোনাম

ধুনটে কোকোর স্মৃতি সংসদের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

 

‎এম.এ. রাশেদ,স্টাফ রিপোর্টারঃ   

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে গঠিত "আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ" এর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


‎মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্মৃতি সংসদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা কোকোর স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন মাসুদ।                                                                 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ওরফে জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আরাফাত রহমান কোকোর সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক অবদান আমাদের স্মরণীয়। তাঁর আদর্শ ও পরিশ্রম থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের কল্যাণে কাজ করে যেতে হবে।”

‎দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎সভাপতি রুহুল আমিন মাসুদ বলেন, “আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ তাঁর মানবিকতা ও সমাজকল্যাণের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাবে।”

No comments