শিরোনাম

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

 


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মানিক (৩৮)–কে গ্রেফতার করেছে পুলিশ।

সদর থানার মামলা নং ৪২, তারিখ ১৬ মার্চ ২০২৫–এর এজাহারনামীয় আসামী মামুনুর রশীদ মানিক মৃত আফসার আলী ও আকতার জাহানের পুত্র। তার বাড়ি বগুড়া সদর থানার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বারোপুর ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে এসআই জিয়াউর রহমান, এসআই নজরুল, এসআই তয়ন, এসআই কলিম, এএসআই তপন ও এএসআই মোকলেসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান। সেকেন্ড অফিসার জিয়াউর রহমান বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আমরা আদলতের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করবো।

No comments