শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার, একজন গ্রেফতার

 


জাহিদ, বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়া জেলার শিবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) রাত ১টা ২০ মিনিটে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা চেকপোস্টে তল্লাশির সময় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের মৃত বাসিব হাওলাদারের ছেলে মো. উজ্জ্বল (৪০) কে ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি বর্তমানে ঢাকার বাবুবাজার এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

No comments