গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, টিএমএসএস কর্মী গ্রেফতার
আহসান হাবিব শিবলু, স্টাফ রিপোর্টার:
বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহবধূ থানায় মামলা করেছেন। পুলিশ টিএমএসএস এনজিও কর্মী সুজন মিয়াকে (২৭) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজন মিয়া নাটোর জেলার সিংড়া উপজেলার আয়েশ গ্রামের। ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে তার পরিচয় টিএমএসএস অফিসে ঋণ নেয়ার সময় ঘটে। চলতি মাসের ৮ আগস্ট, মোবাইল যোগাযোগের মাধ্যমে সুজন তাকে ডেকে টিএমএসএস অফিসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

No comments