ধুনট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষনা
কারিমুল হাসান, ধুনট, বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ক্লাবের কার্যক্রম গতিশীল ও সু-সংগঠিত করতে বৃহস্পতিবার ১৪ আগষ্ট বর্তমান কমিটি বিলুপ্তসহ এ নতুন কমিটি ঘোষনা করা হয়। ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটি গঠন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য কারিমুল হাসান কে আহবায়ক, আনোয়ার হোসেন কে সদস্য সচিব, সুমন হোসেন ও রাকিবুল ইসলাম কে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুুল হাসান জানান, নতুন কমিটির জন্য সদস্য ভর্তিসহ যাবতীয় কার্যক্রম সকলের পরামর্শে আহবায়ক কমিটি বাস্তবায়ন করবে। এবং ১৫ কর্মদিবস পর সবার অংশ গ্রহনে মতামতের মাধ্যমে নির্বাচিত পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হবে।

No comments