রাজনৈতিক মামলার আসামির কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ এসআই রিপনের বিরুদ্ধে
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রিপনের বিরুদ্ধে রাজনৈতিক মামলার এক আসামির কাছ থেকে উৎকোচ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া একটি মোবাইল কল রেকর্ডে শোনা যায়, মামলা পরিচালনায় সহায়তার নামে তিনি অর্থ দাবি করেন এবং টাকা না দিলে মামলার প্রক্রিয়া জটিল করার হুমকি দেন।
গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সুলতান মাহমুদ ওই কল রেকর্ডে দাবি করেন, এসআই রিপন তার কাছ থেকে ইতোমধ্যে ৪ হাজার টাকা নিয়েছেন। ঘটনাটি রাজনৈতিক মামলা নং-১০, জি.আর নং-২৩৯/২০২৪-এর সঙ্গে সম্পর্কিত।
মামলাটি দায়ের করেছিলেন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা দলের সভাপতি সুরাইয়া জেরিন রনি (৩৮)।
কল রেকর্ড অনুযায়ী অভিযোগ সূত্রে জানা যায়, এসআই রিপন বারবার আসামিকে থানায় হাজির হতে বাধ্য করতেন এবং মামলা ‘ম্যানেজ’ করার প্রতিশ্রুতি দিয়ে নগদ অর্থ দাবি করতেন।
তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে সুলতান মাহমুদ বলেন, “আমি বিষয়টি অন্যভাবে ম্যানেজ করেছি। এটা নিয়ে বেশি নাড়াচাড়া করলে আমার সমস্যা হবে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই রিপন বলেন, “যে মামলার কথা বলা হচ্ছে, আমি ওই মামলার তদন্ত কর্মকর্তা নই। টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিভিন্ন সময় অনেকেই আমাকে সুলতান মেম্বারকে গ্রেফতার করতে বলেছেন, কিন্তু আমি তা করিনি বলেই আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি তাকে কখনো দেখিনি, চিনিও না।”
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, “কোনো ব্যক্তি লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ সাধারণ মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দেয়, যা আইনশাসনের জন্য উদ্বেগজনক।

No comments