শিরোনাম

বগুড়া গাবতলীতে লাইসেন্সবিহীন সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা


জাহিদ, বিশেষ প্রতিনিধি বগুড়া। 

বগুড়ার গাবতলী উপজেলার পেড়ীরহাট বাজারে লাইসেন্সবিহীনভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মেসার্স হামিদ ট্রেডার্সের মালিক আব্দুল হামিদকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান।


স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, সরকার ঘোষিত এক বস্তা টিএসপি সারের দাম ১,৩৫০ টাকা হলেও ওই ব্যবসায়ী তা ১,৭৫০ থেকে ১,৮০০ টাকায় বিক্রি করছিলেন। এ সময় ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি স্বীকার করে আর কখনো এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

অভিযানকালে গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন হাটবাজারে সরকারি ভর্তুকির সার প্রতি বস্তায় ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। অথচ সরকারের বরাদ্দ অনুযায়ী কৃষকের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত সার মজুদ রয়েছে।

এ বিষয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ বলেন, “কৃষকের জন্য সারের কোনো সংকট নেই। কেউ যদি অতিরিক্ত দামে বিক্রি করে তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সার বিক্রয়ের সময় দোকানের ম্যামো প্রদান বাধ্যতামূলক। নিয়ম অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

No comments