শিরোনাম

ধুনটে বাঙালি নদীতে ডুবে শিশুর মৃত্যু

 


ধুনট (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনটে বাঙালি নদীতে ডুবে আরমিনা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ‎বুধবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আরমিনা খাতুন ওই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে শিশু আরমিনা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের বাঙালি নদীতে অসাবধানতাবশত পড়ে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে সন্ধান শুরু করে। একপর্যায়ে স্থানীয় এক কৃষক নদীতে গোসল করতে গিয়ে আরমিনার ভাসমান লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎ধুনট থানার এসআই ওসমান গণি জানান, পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‎এবিষয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

No comments