শিরোনাম

গাবতলী সদর ইউনিয়ন পরিষদে ১১০ জন নারীর মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ


আহসান হাবিব শিবলু, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলা সদর ইউনিয়ন পরিষদে হতদরিদ্র মহিলাদের মাঝে ভিজ্যুয়ালি উইমেন বেনিফিশিয়ারি (ভিডব্লিউবি) কার্ড ২০২৫ ও ২০২৬ চক্র (পঞ্জিকাবর্ষ অনুযায়ী) বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মোট ১১০ জন নারীকে ভিডব্লিউবি কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাফিজুর রহমান। তিনি বলেন, “বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। ভিডব্লিউবি কার্ড বিতরণ তারই অংশ। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা খাদ্য ও আর্থিক সহায়তা পাবেন। সবাই যেন সঠিকভাবে সুবিধা পান, ইউনিয়ন পরিষদকে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার বাদল। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র নারীরা কিছুটা হলেও উপকৃত হবেন। ইউনিয়ন পরিষদ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ইউনিয়নের ট্যাগ অফিসার আমিনুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সবুজ আহমেদ, উদ্যোক্তা আলামিন, ইউপি সদস্য এনামুল হক মজনু, হারুনুর রশিদ পাতা, মর্জিনা বেগম, আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

No comments