যুব দিবস উপলক্ষে ধুনটে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
এম. এ. রাশেদ, স্টাফ রিপোর্টার:
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা ধুনট উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "যুবসমাজ একটি জাতির ভবিষ্যৎ। তাদের নৈতিক ও আদর্শিক ভিত্তি মজবুত করা জরুরি। ইসলামি মূল্যবোধে উজ্জীবিত একটি যুব সমাজই পারে দেশকে সুশাসন ও উন্নয়নের পথে এগিয়ে নিতে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ফিরোজ আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
- বগুড়া জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহেল বাকী
- ধুনট উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আমিনুল ইসলাম
- ধুনট উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুজাহিদুল
- ধুনট উপজেলা শাখার অর্থ সম্পাদক তরিকুল ইসলাম
- পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান
- বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ধুনট উপজেলা সভাপতি সজিব আহমেদ
সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

No comments