শিরোনাম

বগুড়ায় ছাত্র গণঅভ্যুত্থান দিবসে জেলা বিএনপির বিশাল বিজয় র‍্যালি

 

আব্দুল মোমিন বগুড়াঃ
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকেই বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বাদ্যযন্ত্রসহ মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকেন। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে গোটা এলাকা সরব হয়ে ওঠে।

বিজয় র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান।

এছাড়াও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন:

সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু,কেন্দ্রীয় বিএনপির সদস্য ভিপি সাইফুল ইসলাম,জয়নাল আবেদীন চাঁন,আলী আজগর তালুকদার হেনা,জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,আহসানুল তৈয়ব জাকির

এম. আর. ইসলাম স্বাধীন,হামিদুল হক চৌধুরী হিরু,মাফতুন আহমেদ খান রুবেল,তৌহিদুল আলম মামুন
শেখ তাহা উদ্দিন নাহিন,সহিদুন্নবী সালাম,কে. এম. খায়রুল বাশার,জাহিদুল ইসলাম হেলাল,মনিরুজ্জামান মনি,জাহাঙ্গীর আলম,আবু হাসান,সরকার মুকুল
রাকিবুল ইসলাম শুভ,হাবিবুর রশিদ সন্ধান,এম. আর. হাসান পলাশ,প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং সরকারের পদত্যাগ দাবিতে দলের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান নেতারা।

No comments