শিরোনাম

বগুড়ায় স্কুল-কলেজের পরিবেশ রক্ষায় যাত্রা শুরু করলো ‘গ্রীন ইয়ুথ এলায়েন্স


বগুড়া প্রতিনিধিঃ

তরুণদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ইয়ুথ এলায়েন্স’।

সংগঠনটির প্রধান নাজমুল হোসেন জানান, তারা জেলার বিভিন্ন স্কুল-কলেজে বৃক্ষরোপণ, মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির কাজ করবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬০ জন শিক্ষার্থী সংগঠনের সদস্য হিসেবে নিবন্ধিত হয়েছেন।

নাজমুল হোসেন বলেন, “আমরা কেবল একটি অনুষ্ঠান করিনি—আমরা ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তরুণরা চায় একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ।”

এ উদ্যোগ বাস্তবায়নে বগুড়া জেলা প্রশাসন ও জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল বলে জানিয়েছেন আয়োজকেরা। তাদের আন্তরিক সমর্থন ও অংশগ্রহণেই কার্যক্রমটি সফলভাবে শুরু হয়েছে।

‘গ্রীন ইয়ুথ এলায়েন্স’ বিশ্বাস করে, তরুণদের সক্রিয় অংশগ্রহণেই গড়ে উঠতে পারে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী। সংগঠনটি ভবিষ্যতে পরিবেশবান্ধব নানা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পরিকল্পনা করেছে।

পরিবেশ রক্ষায় তরুণদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক বার্তা—সকলের সম্মিলিত সচেতনতায়ই সম্ভব একটি বাসযোগ্য, সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।

No comments