বগুড়ায় হত্যা মামলার আসামি রতন র্যাবের হাতে গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রতন (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার ভোররাতে শাজাহানপুর উপজেলার মালতিনগর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল রাত ৩টার দিকে অভিযান চালায়। এ সময় রতনের কাছ থেকে একটি বাটন মোবাইল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

No comments