বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার
জাহিদ, বিশেষ প্রতিনিধি বগুড়া:
বগুড়া জেলা পুলিশের মোকামতলা তদন্ত কেন্দ্রের অভিযানে বিপুল পরিমাণ জালনোটসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ২৮ আগস্ট ২০২৫ ইং তারিখ ভোর রাত ২টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে পুলিশ ৫০০ টাকার ১,৪০০টি জালনোট, মোট ৭ লাখ টাকার জালনোট ও একটি স্কুল ব্যাগ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে জালনোট বহনের দায়ে মোঃ রিয়াজুল ইসলাম (৩৯), পিতা মৃত ইসমাইল হোসেন, মাতা মোছাঃ জরিনা বেগম, সাং-সুখদেব পশ্চিমপাড়া, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

No comments