গাবতলীতে শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
গাবতলি প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে আজ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব তরিকুল আলম। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ছোটন, ইউনিট লেভেল অফিসার শিকদার রাহাত ইসলাম, সিনিয়র যুব সদস্য ও সাবেক যুব প্রধান কে.এ.এম. মাসুদুর রহমান বাপ্পি, বর্তমান যুব প্রধান রায়হান খন্দকার এবং যুব কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আহাদ ইসলাম নিয়ন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দও অংশ নেন।
আলোচনায় বক্তারা বগুড়া জেলার রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এবং উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
%20(1).jpg)
No comments