গাবতলী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২
গাবতলি বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী থানার বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুক্তারুল আলম
পুলিশের এই কর্মকর্তা জানান, গত বুধবার (২৭ আগষ্ট) রাত সাড়ে নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সঙ্গীও ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বালিয়াদিঘী ইউনিয়নের তরণীহাট এলাকার সৈয়দ আলী মোড়ে একটি সিএনজি থামিয়ে দুইজনকে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাবতলী উপজেলার মহিষবান ইউনিয়নের মড়িয়া এলাকার আব্দুস সামাদের পুত্র মতিউর রহমান (৩২) ও একই এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র আবু হোসেন (৩০)।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই বিষয়ে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, গাবতলী থানা পুলিশের মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যেখানে মাদকের গন্ধ পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

No comments