শিরোনাম

অফিসিয়াল খামে ‘মুজিব শতবর্ষ’ লোগো, বগুড়া পুলিশ লাইন স্কুলে নতুন বিতর্ক

 


স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের খামে ‘মুজিব শতবর্ষ’ লোগো অধ্যক্ষ বলছেন, লোগোযুক্ত খাম আগেই বাতিল করা হয়েছে।

বগুড়ায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল খামে মুজিব শতবর্ষের লোগো ব্যবহারের ঘটনা আলোচনায় এসেছে। সরকারি দপ্তরের মতো গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের চিঠিপত্র বা খামে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত “মুজিব 100” লোগো যুক্ত করাকে অনেকেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

সোমবার (১১ জুলাই) দুপুরে সরকারি আজিজুল হক কলেজে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির হাতে ওই খাম দেখা যায়। তিনি জানান, খামটি তিনি সেদিন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে পেয়েছেন।

বিষয়টি নিয়ে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী মনজুরুল হকের সঙ্গে কথা বললে তিনি বলেন, “মুজিব 100 লোগোযুক্ত খাম আমরা অনেক আগেই বাতিল করেছি। তবে কীভাবে এটি বাইরে গেল, সে বিষয়ে আমার জানা নেই।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করে সরকার। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান চিঠিপত্র, ব্যানার, পোস্টারসহ অফিসিয়াল কাজে “মুজিব 100” লোগো ব্যবহারের অনুমতি পায়। তবে এই লোগো ব্যবহারের সময়কাল ছিল ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। নির্ধারিত সময়ের পর এ লোগোর সরকারি ব্যবহার বন্ধ করার নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ।

তাই নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কোনো সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল খাম বা চিঠিপত্রে মুজিব শতবর্ষের লোগো ব্যবহারের ঘটনা হলে তা দায়িত্বশীলতার প্রশ্ন তোলে।

No comments