শিরোনাম

ধুনটে ১০০ কৃষকের মাঝে ইনতেফা কোম্পানির গাছ বিতরণ

 

এম. এ. রাশেদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে ২০০টি ফলজ ও বনজ গাছ বিতরণ করেছে ইনতেফা কোম্পানি।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় পরিবেশক সজীব হোসেনের কার্যালয়ে এ গাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মো. ছামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার মো. ছানোয়ার হোসেন, টেরিটোরি অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং স্থানীয় পরিবেশক সজীব হোসেন।

আয়োজকরা জানান, গাছ বিতরণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও কৃষকের উপকারে কাজ করছে ইনতেফা কোম্পানি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

No comments