ধুনটে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কারে ব্যস্ত যুব সমাজ
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী আন্তঃ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে চলছে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কারের কাজ। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে এগিয়ে এসেছে এলাকার যুব সমাজ।
স্থানীয় ক্রিকেটপ্রেমী তরুণদের উদ্যোগে মাটি কেটে সমতল করা হচ্ছে পুরো মাঠ। নেতৃত্বে রয়েছেন গ্রামের ক্রিকেট ক্লাবের সভাপতি সম্রাট ও পিয়াল। তাদের দলের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন, যেন মাঠটি দ্রুত ব্যবহারযোগ্য হয়।
মাঠ সংস্কারের এ কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় বিএনপি নেতা এস. এম. মিল্লাত রহমান। তিনি তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুব সমাজের এমন কর্মসূচি আমাদের সামাজিক অগ্রগতিরই অংশ। এ ধরনের কাজই সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”
এলাকাবাসীর মতে, মাঠ সংস্কারের এ প্রয়াসে যেমন তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে, তেমনি সামাজিক বন্ধনও আরও সুদৃঢ় হবে। তারা আশা করছেন, এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং অন্যদেরও উৎসাহিত করবে।
এ বিষয়ে চিকাশী আন্তঃ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহানা বেগম বলেন, “একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকে, মাঠে খানাখন্দ তৈরি হয়েছে। এতে করে ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারে না। যদি সরকারি ভাবে কোনো বরাদ্দ দিয়ে মাঠটি সংস্কার করা হয়, তাহলে এটি খেলাধুলার উপযোগী হবে এবং আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।”

No comments