শিরোনাম

ধুনটে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  


ধুনট (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনটে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি শাহিনুর রহমান টগর (৫০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মাঠপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর আলম টগর ওই গ্রামের মৃত আফছার আলী মাস্টারের ছেলে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।


ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত চেক জালিয়াতির একটি মামলায় শাহিনুর আলম টগরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একই মামলায় ৩০ লাখ  টাকার অর্থদণ্ড করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহিনুর আলম টগর মাঠপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


No comments