একদিনে ৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬১৭
অনলাইন ডেক্সঃ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৮ জনের।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে কেউ করোনায় মারা যাননি। ফলে চলতি বছর করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৩ জনে অপরিবর্তিত রয়েছে।
এ বছর শুরু থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনা মহামারি শুরুর পর থেকে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।
২০১৯ সালের শেষদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
২০২১ সালের ৫ ও ১০ আগস্ট—এই দু’দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন। পরবর্তী বছরগুলোতে আক্রান্ত ও মৃত্যুর হার ধীরে ধীরে কমে আসে এবং এক পর্যায়ে তা শূন্যের কোঠায় নেমে আসে।

No comments