শিরোনাম

বগুড়ায় তারেক রহমানের নাম ভাঙিয়ে প্রতারণা: ভূয়া ব্যারিস্টার গ্রেফতার


স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি শামীম রহমান (৪০), বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। নিজেকে ‘ব্যারিস্টার শামীম রহমান’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তল্লাশিকালে তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ডজনখানেক সিমকার্ড, দুটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড এবং তার নিজের নামে ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করা হয়।


বগুড়া সদর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ব্যারিস্টার শামীম রহমান’ পরিচয়ধারী ব্যক্তি হারুন-উর-রশিদের সাথে যোগাযোগ করে। পরে পরিচয় দেন যে তিনি তারেক রহমানের চাচাতো ভাই এবং লন্ডনে ব্যারিস্টার হিসেবে কর্মরত।

তিনি দলীয় পদ-পদবী দেওয়ার আশ্বাস দিয়ে গত ২২ জুন বিকেলে বগুড়ার দুই নেতা মো. ইমরান হোসেন ও মো. গোলাম রব্বানী জায়েদারকে মোবাইলে ডেকে পাঠান ঢাকার একটি কফিশপে। সেখানে আলোচনার একপর্যায়ে ইমরান হোসেনের কাছে কেন্দ্রীয় যুবদলের পদ দেওয়ার বিনিময়ে ২ লাখ এবং গোলাম রব্বানীর কাছে জেলা যুবদলের পদ দেওয়ার বিনিময়ে ১ লাখ টাকা দাবি করেন। তারা তাৎক্ষণিকভাবে তাকে যথাক্রমে ৫০ হাজার ও ৫০ হাজার টাকা প্রদান করেন।


পরবর্তীতে অনুসন্ধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো চাচাতো ভাই ‘শামীম রহমান’ নামে নেই এবং তিনি কোনো ব্যারিস্টারও নন। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন করে পদ-পোস্টিংয়ের নামে টাকা দাবি করে আসছিলেন।


বগুড়া সদর থানায় ৪১৯/৪২০ ধারায় দায়ের করা মামলার (নং-০৯, তারিখ: ০৩/০৭/২০২৫) পরিপ্রেক্ষিতে, ডিবি পুলিশের এআই আবু জাফর ও এআই জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিশেষ দল নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে প্রতারক শামীম রহমানকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহারের বিষয়টি স্বীকার করেছে। তাকে বগুড়া সদর থানায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।



No comments