শিরোনাম

কুড়িগ্রামে সন্ত্রাসী হামলায় নারীসহ চারজন আহত, যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা


স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা সরকারপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত সন্ত্রাসী হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এরশাদুল হকসহ ৯ জনকে আসামি করে আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হলে বিচারকের নির্দেশে ২ জুলাই মামলা রেকর্ড করা হয়। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে কাজলী আক্তার খুশির দেবর আব্দুল হান্নান কুড়িগ্রাম পৌরবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে স্থানীয় আলম মিয়ার পতিত জমিতে পৌঁছালে যুবদল নেতা এরশাদুল হকের নেতৃত্বে হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতরভাবে জখম হন।

বাঁচাতে এগিয়ে গেলে হান্নানের বড় ভাই হাফিজুর রহমান ও মা হাছনা বেগমকেও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে গৃহবধূ খুশি ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট ও শ্বাসরোধে হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর অবস্থায় হান্নান ও হাফিজুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুশি ও তার শাশুড়ি হাছনা বেগমও রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মামলার আসামিরা হলেন— এরশাদুল হক (৩৫), আসিফ আলী (২৫), রানা মিয়া (২৫) ও মেহেদী হাসান (২০)। তারা সবাই কুড়িগ্রাম সদরের সরকারপাড়া এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, ঘটনার পর ভুক্তভোগী আব্দুল হান্নান কুড়িগ্রাম থানায় লিখিত অভিযোগ দিলেও ওসি তা গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে। পরে স্ত্রী কাজলী আক্তার খুশি আদালতের শরণাপন্ন হন এবং আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড হয়।

No comments