শিরোনাম

বগুড়ায় বিদ্যুৎ শেখ হত্যা মামলার প্রধান আসামি বাবা-ছেলে গাজীপুর থেকে গ্রেপ্তার

 


স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহরের আলোচিত রবিউল ইসলাম বিদ্যুৎ শেখ হত্যা মামলার প্রধান দুই আসামি—বাবা ও ছেলেকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার আজিজুলের ছেলে রনি (৩৮) এবং রনির ছেলে রুকু (১৯)।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ১৩ জুন বিকালে বগুড়া শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে রড, এসএস পাইপ ও ছুরিকাঘাতে খুন হন দক্ষিণ বৃন্দাবনপাড়া এলাকার দুলাল শেখের ছেলে রবিউল ইসলাম বিদ্যুৎ শেখ।
ঘটনার পর নিহতের বাবা দুলাল শেখ বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-১২ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তবে র‌্যাবের চৌকস দলের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে।
আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

No comments