শিরোনাম

বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা দীর্ঘদিন ধরেই একটি ভয়াবহ ও লুকায়িত সামাজিক সমস্যা হিসেবে বিদ্যমান। ঘরে-বাইরে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন অসংখ্য নারী। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক দিক হলো—এই সহিংসতার বড় অংশই ঘটছে নারীর সবচেয়ে কাছের মানুষ, অর্থাৎ স্বামী বা সঙ্গীর হাতেই।

২০২৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) পরিচালিত এক যৌথ জরিপে উঠে এসেছে ভয়াবহ এক বাস্তবতা। জরিপ অনুযায়ী, বাংলাদেশের অধিকাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক, মানসিক, যৌন কিংবা আর্থিক সহিংসতার শিকার হয়েছেন।

শীর্ষে খুলনা ও বরিশাল

জরিপের তথ্য অনুযায়ী, ঘরোয়া সহিংসতায় দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বরিশাল ও খুলনা বিভাগ। বরিশালে ৮২ শতাংশ এবং খুলনায় ৮১ শতাংশ নারী তাদের জীবনকালে স্বামীর হাতে নির্যাতিত হয়েছেন।
অর্থাৎ প্রতি পাঁচজন নারীর মধ্যে চারজনেরও বেশি ঘরেই সহিংসতার শিকার—যেখানে তাদের নিরাপত্তা পাওয়ার কথা ছিল, সেই ঘরেই তাঁরা বন্দি এক নিঃশব্দ যন্ত্রণায়।

চট্টগ্রামে এ হার ৭৬ শতাংশ, ময়মনসিংহ ও রাজশাহীতে প্রায় ৭৫ শতাংশ, রংপুরে ৭৪ শতাংশ এবং ঢাকায় ৭৩ শতাংশ নারী ঘরোয়া সহিংসতার মুখোমুখি হয়েছেন। এমনকি সহিংসতার তুলনামূলকভাবে কম অঞ্চল বলে বিবেচিত সিলেটেও হার ৭৩ শতাংশ।

ঘরেই সবচেয়ে অনিরাপদ নারী

জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, বাংলাদেশের নারীদের জীবদ্দশায় সহিংসতার গড় হার ৭০ শতাংশ। তবে দেশের বাস্তব প্রেক্ষাপটে সেটি আরও ভয়াবহ রূপ নিচ্ছে—প্রতিবেদন বলছে, নারীদের জীবনের কোনো না কোনো সময়ে ৭৬ শতাংশ এবং শুধুমাত্র গত এক বছরে ৪৯ শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন।

এই চিত্র আমাদের সামনে একটি অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরে—যেখানে ঘর, যা হওয়ার কথা ছিল নিরাপত্তা ও ভালোবাসার আশ্রয়, সেখানে নারী পরিণত হচ্ছেন নিরব নির্যাতনের শিকার।

দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে আরও বেশি সহিংসতা

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে নারীর প্রতি সহিংসতার হার তুলনামূলকভাবে বেশি। ঘরের ছাদ যেমন ঝরে পড়ে, তেমনি নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকারও হয় বিপন্ন। দুর্যোগের সময়ে নারীদের লড়াই শুধু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নয়, বরং ঘরের মধ্যকার সহিংসতা, দারিদ্র্য, বাস্তুচ্যুতি এবং পুরুষতান্ত্রিক চাপের সঙ্গেও।

সমাধানের পথ কী?

এই জরিপ কেবল পরিসংখ্যান নয়—এটি আমাদের সমাজের এক অন্ধকার চিত্র। যেখানে প্রিয়জন হয়ে উঠেছে নির্যাতক, আর ঘর হয়ে উঠেছে ভয় আর অপমানের জায়গা।
এই বাস্তবতা থেকে মুক্তির পথ একমাত্র শক্তিশালী আইন, কার্যকর বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং নারীর মর্যাদা রক্ষায় রাষ্ট্র ও সমাজের সম্মিলিত অঙ্গীকার।



No comments