ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায়: একজনের পাঁচদিন ও আরেকজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর, গ্রেফতার ৪
ডেক্স রিপোর্টঃ
ঢাকা মহানগরের কোতোয়ালী থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোহাগ হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনের পাঁচদিন এবং অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথবাহিনীর অভিযানে মামলার এজহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করা হয়েছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এছাড়া র্যাব আরও দুইজনকে গ্রেফতার করেছে। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহাগ হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক বিরোধ ও পূর্ব শত্রুতার জের রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। এরপর তার মরদেহের ওপরও চালানো হয় বর্বরতা। নৃশংস এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়

No comments