শিরোনাম

 

ইবি প্রতিনিধি |
ঢাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা

সন্ধ্যা সাড়ে ৭টায় জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীরা এ সময় ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘যুবদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন,

“স্বাধীন দেশে চাঁদা না দেওয়ায় একজন নিরীহ ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়—লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করা হয়েছে। এটি শুধু হত্যাকাণ্ড নয়, মানবতাবিরোধী অপরাধ। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন,

“যারা বলে নির্বাচনের মাধ্যমেই শান্তি আসবে, তারাই আজ খুনের রাজনীতি কায়েম করছে। মিডিয়া নিয়ন্ত্রণ ও স্বৈরাচারী শাসনের যে নজির আমরা গত ১৭ বছরে দেখেছি, তারই ধারাবাহিকতায় এখন হত্যাকাণ্ড হচ্ছে প্রকাশ্যে। সোহাগ হত্যার দায় যারা নিচ্ছে—তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”


গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে চাঁদা না দেওয়ায় মো. সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। যুবদল নেতা মঈন ও তার এক সহযোগী এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পাথর দিয়ে মাথায় আঘাত করে প্রকাশ্যে শতাধিক মানুষের সামনে হত্যা করা হয় সোহাগকে। পরে পুলিশ মঈনসহ দুইজনকে আটক করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

No comments