শিরোনাম

যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন’—ঢাবিতে বিক্ষোভ

 

অনলাইন ডেক্সঃ

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙাড়ি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন:
“অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”,
“যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন”,
“যুবদলের চাঁদাবাজরা হুঁশিয়ার সাবধান”,
“যুবদলের সন্ত্রাস রুখে দেবে ছাত্রসমাজ”,
“বিএনপির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান”,
“আমার ভাই মরলো কেন? তারেক রহমান জবাব দে”,
“মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে”,
“সারা দেশে সন্ত্রাস কেন? বিএনপি জবাব দে”,
“জ্বালাওরে জ্বালো, আগুন জ্বালো”—
প্রকম্পিত হয় ঢাবি চত্বর।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ব্যবসায়ী সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবদল নেতাকর্মীরা তাঁকে পাথর দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। হত্যার পর তাঁর মরদেহের ওপর দাঁড়িয়ে উল্লাসে ‘বর্বর নৃত্য’ করেছে ঘাতকরা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,

“সোহাগ হত্যার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা রাস্তায়। আওয়ামী লীগের সময়েও অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা এভাবেই প্রতিবাদ করেছি। বিএনপি এখন তাদের কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ। যারা ১৬ বছর মজলুম ছিল, আজ যদি তারাই জালিম হয়ে ওঠে—আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিএনপি-যুবদলের এই চাঁদাবাজ ও খুনিদের বিচার চাই।”

তিনি দাবি করেন,

“মাত্র ১০ মাসে বিএনপি শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিচার ছাড়া কোনো নির্বাচন নয়—এটাই জনতার দাবি।”

ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন,

“৫ আগস্টের পর থেকে আমরা দেশকে নতুন করে সাজানোর চেষ্টা করছি। অথচ একটি দলই বারবার এই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে। সোহাগ হত্যার ভিডিও প্রকাশ পেয়েছে—যেখানে দেখা যাচ্ছে, জাতীয়তাবাদী চাঁদাবাজ দলের নেতাকর্মীরা একজন সাধারণ ব্যবসায়ীকে কেবল চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করেছে। আমরা কি তবে আবার প্রস্তর যুগে ফিরে যাচ্ছি?”




No comments