সিরাজগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই
আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদরের আংশিক) দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূলের মতামত গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করা হয়েছিল।
ইসলামী আন্দোলন কাজিপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপ কমিটির কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মুফতি মো: মুহিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো: দুলাল সরকার, মুফতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, প্রচার সম্পাদক মো: আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মো: বকুল হোসেন, কাজিপুর উপজেলা ওলামা আইম্বা পরিষদের আহবায়ক মাওলানা মুফতি আবদুল বাসেত, ইসলামী আন্দোলন সোনামুখী ইউনিয়ন শাখা সভাপতি মো: মোনেক্কা হোসেন এবং উপজেলা ও ইউনিয়ন থেকে আগত সকল কমিটির সদস্যবৃন্দ।
এসময় ব্যালটের মাধ্যমে নিজেদের প্রার্থী বাছাই করার লক্ষ্যে সকল কমিটির সদস্যদের থেকে ভোট নেওয়া হয়। ভোট বক্সটি উপজেলা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়ার পর প্রার্থী চুড়ান্ত হবে বলে জানা যায়।

No comments