শিরোনাম

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ

  

মো:আল-আমিন-স্টাফ রিপোর্টার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর  জেলা শাখার উদ্যোগে লক্ষ্মীপুর শহীদ মাসরুর চত্বর(দক্ষিন তেমুহনী) সংলগ্ন, আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায়  (৯ম) তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর  রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান মুজাহিদ।


বক্তব্যে প্রধান অতিথি  বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে বারবার শাসক পরিবর্তন হলেও দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। ১৯৭৩ সালের নির্বাচন থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং পরবর্তী সকল নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত আওয়ামী দুঃশাসনের পুনরাবৃত্তিই ঘটিয়েছে। জনগণ আজ শান্তি চায়, নিরাপত্তা চায়, ইসলামী শাসনের সুবিচার চায়।''

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে দেশে ইসলামী শাসনের আবশ্যকতা সর্বাধিক জরুরি হয়ে উঠেছে। সে লক্ষ্যেই পীর সাহেব চরমোনাই-এর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে রয়েছে। দেশের জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (Proportional Representation – PR) পদ্ধতি চালু করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

প্রধান বক্তা জনাব আতিকুর রহমান মুজাহিদ বলেন,দেশে বর্বর, নৃশংস সন্ত্রাসীরা বহাল তবিয়তে থাকলে আগামী নির্বাচন অসম্ভব হয়ে উঠবে। রাজনৈতিক দলগুলোকে এমন অসভ্য, বর্বর বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে নির্বাচনে। জুলাই অভ্যুত্থানের পরে এটা মেনে নেয়া যায় না ‘এরইমধ্যে সংগঠিত সকল নৃশংস ঘটনার সাথে জড়িতদের দ্রুততার সাথে শাস্তির আওতায় আনতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনা করতে হবে। এটা করতে যদি কোন বাঁধা আসে তাহলে জাতিকে তা জানাতে হবে।’

‘জুলাইয়ের জনতা এখনো জাগ্রত আছে। হাসিনার মতো ফ্যাসিস্ট উৎখাতকারী জনতা নব্য বর্বরদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ। আর সরকার যদি নিশ্চুপ বসে থাকে তাহলে এই সরকারের ব্যাপারেও জনতা নতুন করে সিদ্ধান্ত নেবে।’

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে আরো বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন,সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, লক্ষ্মীপুর ২(রায়পুর) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা হেলাল উদ্দিন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী একেএম আব্দুজ্জাহের আরেফী, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক আ.হ.ম আলাউদ্দিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আলম,ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি ক্বারী আবুল কাশেম মিজানী ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহা.ইউনুস খাঁন সহ যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।


প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশে বক্তারা দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ হিসেবে ইসলামী আদর্শের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

No comments