শিরোনাম

তাড়াশে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচির শুভ উদ্বোধন

 



এস,এম,রুহুল তাড়াশী,স্টাফ রিপোর্টার :-

সিরাজগঞ্জে তাড়াশে  উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়েছে। 

৩১জুলাই (রোজ বৃহস্পতিবার) সকাল ১১ঘটিকা  

তাড়াশ উপজেলা ঈদগাঁহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  তাড়াশ উপজেলা শাখার আয়োজনে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


সদস্য সংগ্রহ কর্মসূচি  সভাপতিত্ব করেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় 

সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশা সিরাজ গঞ্জ -৩ (রায়গন্জ,তাড়াশ,সলঙ্গা) আসনে ত্যাগ সংগ্রাম,সততা সুনাম ও জনপ্রিয়তা শীর্ষে তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, বারবার কারা নির্যাতিত, বিশিষ্ট সমাজ সেবক জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান  জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর।

অনুষ্ঠানটি পরিচালনায় করেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান (টুটুল)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক, সাবেক কেন্দ্রীয় ছাএদলের সাধারন সম্পদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক বিএনপি  মনোনীত প্রার্থী জননেতা আমিরুল ইসলাম খান আলীম।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির  সম্মেলন পরিচালনা কমিটির সমন্বয়ক ভিপি শামীম খান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সরদার মোহাম্মদ আফছার আলী,

তাড়াশ  পৌর  বিএনপি সাবেক সদস্য সচিব বারিক খন্দকার, তাড়াশ,উপজেলা, যুবদলের আহবায়ক, শাহ আলম ফকির, 

সদস্য সচিব, রাজীব আহমেদ মাসুম,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদৎ মন্ডল, 

উপজেলা ছাএদলের সদস্য সচিব, খন্দকার শাহাদাৎ এছাড়া 


 তাড়াশ উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ প্রমুখ। 


বিশেষ অতিথি বক্তব্য, 

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,

 সরদার মোহাম্মদ  আফছার আলী সিরাজগঞ্জ-৩ আসনে এমপি প্রার্থীতা ঘোষণা করে  সকলের নিকট দোয়া কামনা করেন। 


পরে প্রধান অতিথি সদস্য সংগ্রহে সদস্য ফরম বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

No comments