আ’লীগের ‘গোপন বৈঠক’ থেকে গ্রেফতার ২২, সেনাবাহিনীর এক কর্মকর্তা হেফাজতে
অনলাইন ড্রেক্সঃ
রাজধানী ঢাকায় আয়োজিত একটি ‘গোপন বৈঠকে’ অংশগ্রহণের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় সেনাবাহিনীর একজন কর্মরত মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।
উল্লেখ করা হয়, গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরাসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী ওই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটি নিষিদ্ধঘোষিত রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কার্যকলাপ নজরদারিতে ছিল এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

No comments