শিরোনাম

৫ আগস্টের সমাবেশ সফল করতে ধুনটের চিকাশী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
আগামী ৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইউনিয়নের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরে আলম নাবুল, সহ-সাধারণ সম্পাদক শিপন, এস. এম. মিল্লাত রহমান, সুলতান মাহমুদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের বগুড়ার ধুনটে সমাবেশ ও সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হয়ে উঠবে। এ সমাবেশ সফল করতে ইউনিয়ন পর্যায় থেকে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় নেতারা আরও জানান, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ইউনিয়ন বিএনপি সর্বদা কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্ম।

No comments