ধুনটের কালের পাড়া স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো ডাক্তার, চিকিৎসা বঞ্চিত স্থানীয়রা
চ্যানেল ১০ | শফিক, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও সেখানে দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসক নেই। ফলে অত্র এলাকার সাধারণ মানুষ বিশেষ করে গরিব ও অসহায় পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়রা জানান, কালের পাড়ার এ স্বাস্থ্যকেন্দ্রটি তাদের দীর্ঘদিনের চিকিৎসার একমাত্র ভরসা। ছোটবেলা থেকে এই হাসপাতালেই তারা চিকিৎসা নিয়েছেন, এমনকি তাদের পিতা-পিতামহরাও এখানেই চিকিৎসা গ্রহণ করেছেন।
তবে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এ চিকিৎসা কেন্দ্রটি কার্যত বন্ধ হয়ে আছে। স্থানীয় সূত্র জানায়, কাঁদায় গ্রামের তিনজন ব্যক্তি একদিন হাসপাতালের পাশে গাঁজা সেবন করছিলেন। বিষয়টি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের নিষেধ করলে তারা উল্টো তাকে গালিগালাজ করে এবং এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। চিকিৎসকও পাল্টা প্রতিক্রিয়া জানান। পরবর্তীতে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখা হয়।
এর ফলে পুরো ইউনিয়নের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় দ্রুত চিকিৎসক নিয়োগ ও চিকিৎসা সেবা চালুর দাবি জানান স্থানীয়রা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ধুনট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments