শিরোনাম

কাজিপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদ ডিজিটাল সেন্টারের ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। গত বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেটে অবস্থিত এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, কাজীপুর পৌর ভূমি সহকারি কর্মকর্তা স্বপন কুমার দে, ধুলাউড়ি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল আলীম, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আল মাহমুদ হোসেন, সেবা কেন্দ্রটির পরিচালক আশরাফুল আলম খোকন প্রমূখ।


উল্লেখ্য, এ সেবা কেন্দ্র থেকে যে কোন নাগরিক শুক্রবার ব্যতীত সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন।  বিশেষত ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ানের সার্টিফাইড ও অনলাইন কপি, মৌজা ম্যাপ প্রাপ্তি, জলমহাল ইজারার অনলাইন আবেদন ফরম পূরণ, বিভিন্ন প্রকারের মিসকেস প্রস্তুত, করণিক ভুল সংশোধনের আবেদনসহ নানা ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন সেবা প্রত্যাশীরা।






No comments