শিরোনাম

ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা আতঙ্ক, মা-সহ গ্রেপ্তার ৩

 

নিউজ ডেস্ক

ঢাকা-কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবর দিয়ে ফ্লাইট স্থগিত করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর বিমানটিতে কোনো বোমা পাওয়া না গেলেও, ঘটনার মূলহোতা হিসেবে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান জানান, আটক তিনজনের মধ্যে রয়েছেন ফ্লাইটে ভুয়া বোমা থাকার খবর দেওয়া এক নারী—যিনি ওই বিমানে উঠতে যাওয়া এক ব্যক্তির মা।

তিনি বলেন, “ওই ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী ও মা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মায়ের পক্ষ থেকে বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফোন করা হয়, যাতে ছেলে প্রেমিকাকে নিয়ে দেশত্যাগ করতে না পারে।”

ফোন কলের সূত্র ধরে বিজি-৩৭৩ নম্বর ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। তবে বোমা সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, এটি একটি পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি হওয়া ঘটনা। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।

No comments