শিরোনাম

‎শাজাহানপুরে টিউবওয়েল চোর সর্দার আটক! ‎

 ‎


‎স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দী দোগলাপাড়া গ্রামে ১৮ জুলাই শুক্রবার গভীর রাতে বাড়িতে চুরি করতে গিয়ে চোর আটক। 

স্থানীয় লোকজন টেলিভিশন মনিটরসহ চোরকে আটক করে শাজাহানপুর থানা পুলিশে সোপর্দ করেছে। 

‎আটককৃত চোর পারভেজ ওরফে সিনাত (২৬) উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মস্তফার ছেলে।

এলাকাবাসী জানান, তার বিরুদ্ধে মাদক, টিউবওয়েল চুরি, বাসায় চুরিসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে।

‎গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার-দরিকুল্যা সংযুক্ত বাজারে মসজিদের টিউবওয়েল চুরিতে সহযোগী ছিল এই পারভেজ। তবে কৌশল সে পালিয়ে যায়। গভিররাতে টিউবওয়েল চুরিতে তার সিএনজি ব্যবহার করা হয়ে থাকে বলে জানান এলাকাবাসী। সেই সাথে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

No comments