শিরোনাম

কাঠাল-মুড়িতে বিষক্রিয়া: ভাই-বোনের একসাথে নিথর চলে যাওয়া, শোকস্তব্ধ মামুদপুর


এস.এম. রুহুল তাড়াশী | স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় কাঠাল ও মুড়িতে বিষক্রিয়ায় প্রাণ গেল দুই শিশুর—আপন ভাই-বোন বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)-এর। বুধবার (১৬ জুলাই) দুপুরে পরিবারের সঙ্গে দুপুরের খাবার হিসেবে কাঠাল ও মুড়ি খাওয়ার পরপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা মামুদপুর গ্রামের তাঁত শ্রমিক নুরুল হকের সন্তান। পরিবারের লোকজন জানান, শিশু দুটি কাঠাল ও মুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই একে একে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে আছিয়াকে এবং কিছু সময় পর বাকি বিল্লাহকেও মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুলফিকার আলী জানান, “খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।”

বিকেলের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই মামুদপুর গ্রামের আকাশেও যেন নেমে আসে শোকের ছায়া। সন্ধ্যার পর স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ভাই-বোনের নিথর দেহ।

একসঙ্গে হাসা-খেলাধুলা করা দুই নিষ্পাপ প্রাণের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। পুরো এলাকা এখন শোকের ভারে স্তব্ধ।

স্থানীয়দের দাবি, ঘটনার পেছনে যদি কারও অবহেলা বা শত্রুতামূলক কোনো উদ্দেশ্য থেকে বিষ মেশানো হয়ে থাকে, তাহলে এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

এই করুণ ঘটনায় শোকাহত পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি মানবিক সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।

No comments