গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল
বগুড়া প্রতিনিধিঃ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের নবাববাড়ি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোক মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আলী আজগার তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলালসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। নেতারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা শাখার আয়োজনে বাদ জুমা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।

No comments